প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ারে শামিল হলেন কলকাতা পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রুবিনা নাজ (Rubina Naz)। শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মেয়র পারিষদ তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শামসুজ্জামান আনসারির কন্যা রুবিনা (Rubina Naz)। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। রুবিনার তৃণমূল যোগের পর সব মিলিয়ে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পুরপ্রতিনিধিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৮। অর্থাৎ শহরের মানুষকে সরাসরি পরিষেবা দেওয়ার ভিত আরও মজবুত হল। দলে যোগ দিয়ে রুবিনা জানালেন, আমরা পারিবারিকভাবে চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমার বাবা শামসুজ্জামান আনসারি ও স্বামী তাবরেজ আনসারি বহুকাল ধরেই তৃণমূল করছেন। বিশেষ কারণবশত ২০২১ সালের পুরসভা নির্বাচনে আমায় নির্দল প্রার্থী হিসেবে লড়তে হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দল কাউন্সিলরদেরও দলে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন। তাই আজ কলকাতার মেয়র নিজেই ডেকে আমার হাতে দলের পতাকা তুলে দিয়েছেন। এজন্য আমি মুখ্যমন্ত্রী ও মেয়রের কাছে কৃতজ্ঞ।
আরও পড়ুন- বিচারপতি নাকি রাজনৈতিক নেতা! মেলামঞ্চে বেলাগাম আক্রমণ