‘জাগোবাংলা’য় (Jago Banglqa) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-অভিষেক আজ পৈলানে, শ্রদ্ধার্ঘ্য অর্পণ প্রবীণদের
রূপ
গৌড় থেকে চলো আদিনা
সবটাই হৃদয়ের মক্কা-মদিনা।
কুশমণ্ডি থেকে হিলি
সবটাই ভালোবাসার ঝিলিমিলি।
ইটাহার থেকে কর্ণঝোরা
সবটাই মানুষের চোখে ঘোরা।
জঙ্গীপুর থেকে জলঙ্গি
সব জায়গাই মানুষের সঙ্গী।
নবদ্বীপ থেকে পলাশী
ইতিহাসের পাতায় লিপিশ্রী।
কালনা থেকে কাটোয়া
আদি-অনন্তের স্পর্শ পাওয়া।
তারাপীঠ থেকে বক্রেশ্বর
ইমামবাড়া থেকে তারকেশ্বর,
পাথরচাপি থেকে লালমাটি
সৌন্দর্যের শিখরে লালমাটি।
বিশ্বকবির প্রিয় শান্তিনিকেতন
শিক্ষা-সংস্কৃতির মেলবন্ধন।
অজয় থেকে দামোদর
নদীমাতৃকায় ভরা ভাদর।
ময়ূরাক্ষী থেকে সুবর্ণরেখা
শস্য শ্যামলা মেয়ের দেখা
রূপসী কন্যা বাংলা ধন্যা
বাংলা মা, তার রূপে অনন্যা৷