প্রতিবেদন : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার তোপ দাগলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুক্রবার ওঁর সামনে কি সন্দেশখালির বিষয় ছিল? ছিল না তো! তাহলে উনি আগ বাড়িয়ে কেন সন্দেশখালি নিয়ে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া, রাজ্যপাল, ইত্যাদি বললেন? তার মানে উনি নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন। আদালতের গরিমা নষ্ট করছেন। ওঁর জন্য কলকাতা হাইকোর্টের বাকি বিচারপতিদেরও অসম্মান হচ্ছে। কল্যাণের কথায়, তাই বলছি উনি ইস্তফা দিন। তার পর রাজনীতিতে যোগ দিন।
আরও পড়ুন-দিনের কবিতা
এখানেই শেষ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধুইয়ে দিয়েছেন কল্যাণ। তাঁর কথায়, আপনি তো সিপিএমের লোক ছিলেন। মনে নেই ৩৪ বছর ধরে কী নোংরামি করেছে সিপিএম! এখন সিপিএম নেই, তাই আপনি বিজেপির সঙ্গে আছেন। জয়েন করুন পার্টিতে।