কালীপুজোয় আরও কমবে তাপমাত্রা

Must read

প্রতিবেদন :  আবহাওয়াবিদদের পূর্বাভাস মেনেই ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। কালীপুজোর আগেই শহরে শীতের আমেজ। ভোরের দিকে শিরশিরানি শুরু হয়ে গিয়েছে। আপাতত শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাংলা ও গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। এর প্রভাবে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকালে শীতের আমেজ আরও বাড়বে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই থাকবে। আগামী কয়েকদিন এই রকম আবহাওয়া চলবে বলেই জানা গিয়েছে। সারা বাংলা জুড়েই এখন হেমন্তর ছোঁয়া। আগামী কয়েকদিন খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকবে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ পড়বে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। কালীপুজোর দিন আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে কিছুটা হলেও স্বস্তিতে শহরবাসী।

 

Latest article