সংবাদদাতা, সিউড়ি : শিয়রে লোকসভা নির্বাচন (loksabha election)। সংগঠনের কাজ গুছিয়ে নিতে ময়দানে নেমে পড়লেন বীরভূমের লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ। রবিবার লাভপুর বিধানসভার আহমদপুরে লোকসভা নির্বাচনের প্রচারের পথনির্দেশিকা পৌঁছে দিতে তৃণমূল কর্মীদের নিয়ে বুথ সম্মেলন করলেন। অভিজিৎ ছাড়াও ছিলেন সাংসদ অসিত মাল, অঞ্চল এবং ব্লক তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে নবান্নের নির্দেশ
অভিজিৎ কর্মীদের উদ্দেশে বার্তা দেন, আসন্ন গঙ্গাসাগর এবং জয়দেব মেলা শেষ হলেই একপ্রকার লোকসভা নির্বাচনের বাজনা বেজে উঠবে। উৎসবের মরশুম শেষ হলে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান নিয়ে। প্রত্যেকটি অঞ্চলে গিয়ে একশো দিনের কাজের সঙ্গে জড়িত মানুষদের বোঝাতে হবে বিজেপি ক্ষমতা পায়নি বলে গায়ের জোরে মানুষের প্রাপ্য ১০০ দিনের বকেয়া আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পাওনা টাকার দেওয়ার দাবি জানিয়ে এসেছেন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিনিয়ে নিয়ে আসতে পারেন কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে। লোকসভা নির্বাচনে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে, দাবি করলেন অসিত মাল।