এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুইবার আগুন লাগল বাংলাদেশের (Bangladesh) রোহিঙ্গা শিবিরে (Rohingya Camp)। রবিবার কক্সবাজারের কাছে একটি অস্থায়ী রিফিউজি ক্যাম্পে হঠাৎ করেই আগুন লেগে যায়। খুব দ্রুত সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-নেতাই-নন্দীগ্রাম হাই.জ্যাক করছে গ.দ্দার : তোপ শশীর
এই অগ্নিকাণ্ডে ফলে কমপক্ষে ৮০০ অস্থায়ী ছাউনি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার ফলে গৃহহীন হয়েছেন কমপক্ষে ৭ হাজার মানুষ। রবিবার রাত ১টা নাগাদ মায়ানমার এর কাছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ৫-এ আগুন লাগে। পরিবেশ রীতিমত জনবহুল। তাছাড়া প্লাস্টিকের অস্থায়ী ছাউনি হওয়ায় আগুন আশেপাশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৮০০ ছাউনি নিমেষের মধ্যে পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভানোর কাজে আসে দমকল বাহিনী। তিন ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন-উৎসবের রেশ কাটলেই তৃণমূলের প্রচারে ঝড়, আহমদপুরে বিধায়ক অভিজিৎ
দমকল বাহিনীর তরফে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে, কীভাবে এই আগুন লেগেছিল, সেটা এখনও জানা যায়নি। শীতের রাত হওয়ায় এবং প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ সেখানে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কক্স বাজারে রিফিউজি রিলিফ ও রিপাট্রিয়েশন কমিশনার মহম্মদ মিজানুর রহমান এই মর্মে বলেন, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের অস্থায়ী ছাউনি ছাড়াও শিক্ষাকেন্দ্র পুড়ে গিয়েছে। হতাহতের যদিও কোনও খবর নেই। আপাতত অন্যত্র অস্থায়ী ছাউনি বানিয়ে থাকা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে।