নকিবউদ্দিন গাজি, জয়নগর: জয়নগরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইের ডাক দিলেন মুখ্যমন্ত্রী তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়ব না। এদিন একইসঙ্গে এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করিয়ে এলাকা দখলের যে ছক বিজেপি করেছে তা সফল হবে না বলেও জানালেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ভোটের আগে বিজেপির এজেন্সিরাজ। বিরোধী নেতাদের ধরে জেলে পুরে একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু সেটা হবে না। বিজেপি বাংলায় বিভেদের রাজনীতি করতে চাইছে। আমি তা হতে দেবনা। বাংলা শান্তির জায়গা। এখানে ধর্মিয় মেরুকরণ করে বাংলাকে অশান্ত হতে দেব না। সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। আর রামমন্দির নিয়ে নেত্রীর স্পষ্ট বক্তব্য, ভোটের আগে গিমিক করতে রামমন্দির উদ্বোধন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, কালকে আমাকে জিজ্ঞেস করছিল, রাম মন্দির নিয়ে আপনার কী বক্তব্য? যেন আর কোনও কাজ নেই। একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশেষ করি যা সবাইকে নিয়ে চলে। এরপরেই গেরুয়া শিবিরতে তোপ দেগে তৃণমূল সভানেত্রী বলেন, ভোটের আগে আপনারা গিমিক করছেন, করুন। আমার কোনও আপত্তি নেই। কিন্তু তা বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা কারও কাজ নয়।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে ‘মা’ বলতেন, রশিদ খানের প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়
দক্ষিণ ২৪ পরগনার খুনের ঘটনা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বলেন, কয়েকদিন আগে এখানে একটা খুন হয়েছিল। কারা এই ভাড়াটে খুনিদের ভাড়া করে, তাদের আগে খুঁজে বের করতে হবে। মানুষ খেতে না পেলে কেউ ৫ টাকা সাহায্য করে না, অথচ ১৩-১৫ লক্ষ টাকা দিয়ে মানুষ মারার জন্য খুনি ভাড়া করছে!” বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন মমতা। প্ররোচনায় পা না দেওয়ার আর্জিও জানান তিনি।
রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে ফের নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “২০১১ সাল থেকে পঞ্চায়েত এবং পুর এলাকা মিলিয়ে ৫০ লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দিয়েছি আমরা। কেন্দ্রের কাছ থেকে শুধুমাত্র গৃহ প্রকল্পেই এখনও পর্যন্ত ২৯ হাজার কোটি টাকা পাই। তাই আবেদন করেও এখনও অনেকে বাড়ি পাননি। এরা নির্বাচনের সময় শুধু ভোট করতে আসে। ধর্মে ধর্মে ভেদাভেদ ঘটাতে আসে এখানে। তার পর বাংলাকে তার প্রাপ্য টাকা দেয় না।
এক নজরে
* ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
* ১৪৬টি নতুন প্রকল্পের শিলান্যাস
স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, পানীয় জল, মডেল স্কুল
* বাংলায় ৬৬ হাজারের বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে।
* ৫০ লক্ষ লোকের বাড়ি। কেন্দ্রের কাছে বকেয়া ২৯ হাজার কোটি টাকা।
* ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি জল
১৯ লক্ষ মানুষের বাড়িতে জল
* ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চায়েত এলাকায় সব বাড়িতে জলের প্রকল্প
* ৯৫০০ কোটি টাকার নতুন প্রকল্প পুরসভা এলাকার বাড়িতে জল পৌঁছাতে
৩ কোটির বেশি ঐক্যশ্রী
* ২ লক্ষ টাকা কৃষক ও মৎস্যজীবী মারা গেলে তাদের পরিবারের জন্য