প্রতিবেদন : ফের চেনা কায়দায় বিজেপির এজেন্সি-তৎপরতা। সামনে লোকসভা নির্বাচন। বিহারে আরজেডির অবস্থা সম্ভাবনাময় বুঝে দাঁত-নখ বের করল কেন্দ্রীয় এজেন্সি। বছরভর শীতঘুমে থাকার পর লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বিরোধীদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে তদন্তকারী এজেন্সিগুলি। রেলের জমির বিনিময়ে চাকরির মামলায় মঙ্গলবার প্রথম চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে নাম উঠল লালুপ্রসাদের (Lalu Yadav’s family) স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের কন্যা মিসা ভারতীর। এছাড়াও নাম রয়েছে যাদব পরিবারের ঘনিষ্ঠ অমিত কাত্যালের। জমির বিনিময়ে চাকরির মামলায় গত বছর নভেম্বরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করেছিল অমিত কাত্যালকে। তাঁকে জেরা করার পরই লালুকে (Lalu Yadav’s family) নোটিশ পাঠানো হয়েছিল বলে ইডি দাবি করে। অন্যদিকে, চলতি বছর ৫ জানুয়ারি ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল তেজস্বীকে যাদবকে। এর আগেও অবশ্য আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে এদিনের চার্জশিটে যাদব পরিবারের নামের পাশাপাশি নাম রয়েছে হিমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী এবং দুটি প্রতিষ্ঠানের। আগামী ১৬ জানুয়ারি শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে আদালত।
আরও পড়ুন- বাংলাদেশের ভোট নিয়ে অখুশি ব্রিটেন ও মার্কিন প্রশাসন