প্রতিবেদন : আইএসএলে হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে প্রত্যাবর্তন মোহনবাগানের। সুপার কাপে জয় দিয়ে অভিযান শুরু করল সবুজ-মেরুন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতল মোহনবাগান (Mohun Bagan- Sreenidi Deccan)। জেসন কামিন্সের গোলে প্রথমে সমতা ফিরল। দ্বিতীয়ার্ধে আর্মান্দো সাদিকুর গোলে এল পুরো তিন পয়েন্ট। গ্রুপে দুই প্রধান জয় দিয়ে শুরু করায় ১৯ জানুয়ারির ডার্বি নিয়ে চড়ছে উত্তাপ। তবে বড় ম্যাচের আগে অনেক ফাঁকফোকর ভরাট করতে হবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলকে।
আই লিগের দলের বিরুদ্ধে পাঁচ বিদেশিকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিল মোহনবাগান (Mohun Bagan- Sreenidi Deccan)। হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসদের সঙ্গে জুনিয়র দলের অভিষেক সূর্যবংশী, আর্শ আনোয়ার, রাজ বাসফোররা নজরা কাড়েন। ২৮ মিনিটে মোহনবাগান রক্ষণের ভুলে এগিয়ে যায় আই লিগের ক্লাবটি। সবুজ-মেরুন ডিফেন্ডার সুমিত রাঠি অহেতুক বল ছাড়াই ফাইনাল ট্যাকল করেন শ্রীনিধির লালরোমাভিয়াকে। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে বল জালে জড়াতে ভুল করেননি শ্রীনিধির ব্রাজিলীয় ফরোয়ার্ড উইলিয়াম আলভেস অলিভিয়েরা। পিছিয়ে পড়ে ৩৯ মিনিটেই গোল শোধ করে দেয় মোহনবাগান। বক্সের বাইরে থেকে অভিষেকের লব পোস্টে লেগে ফিরলে ফাঁকা গোলে বল ঠেলেন কামিন্স। পুরো পয়েন্ট তোলার লক্ষ্যে দ্বিতীয়ার্ধে অনেক ভাল ফুটবল খেলে মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে আনেন দিমিত্রি, আশিস রাই, সাদিকুরা। ৭১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সাদিকু। ডেকান বাকি সময়ে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। অভিষেক লাল কার্ড দেখায় শেষ ১৫ মিনিট দশজনে খেলে সবুজ-মেরুন।
আরও পড়ুন-বাংলাদেশের ভোট নিয়ে অখুশি ব্রিটেন ও মার্কিন প্রশাসন