সুপ্রিম কোর্টের রায়ের পরেই নিখোঁজ বিলকিস বানুর (Bilkis Bano case) ১১ ধর্ষক। গুজরাতের দাহোদ জেলার রন্ধিকপুর এবং সিংভাদ গ্রামে তাঁদের বাড়িতে সোমবার থেকেই ঝুলছে তালা। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং এলাকার একজনও জানতেই পারেননি কোথায় তাঁরা গা ঢাকা দিয়েছেন। এহেন পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তিপ্রাপ্ত ১১ জন অপরাধীকে আত্মসমর্পণ করতে হবে (Bilkis Bano case)। এবার কী করবে গুজরাতের বিজেপি সরকার? যাঁদের মুক্তি উদযাপন করেছিল বিজেপি এখন ওই ১১ জন ধর্ষককে খুঁজে আনতে পারবে? উঠছে প্রশ্ন। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, অপরাধীরা শাস্তির মেয়াদ কমানোর আবেদন করতে পারেন। কিন্তু এর জন্য তাদের আগে জেলে ফিরতে হবে। কারণ জেলের বাইরে জামিনে বা অন্যভাবে মুক্ত থাকা অবস্থায় সেই আবেদন জানানোর অধিকার অপরাধীদের নেই।
আরও পড়ুন- ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ