প্রতিবেদন : আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে দুরমুশ করে দুবরাজপুরে ভোট বাড়াতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy) এর জন্য এলাকায় সংগঠনের সবাইকে নিয়ে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন। বৃহস্পতিবার সাংসদ সাঁইথিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে যোগ দিলেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বিক্রমজিৎ সাউ। গতকাল বুধবার দুবরাজপুরের বিভিন্ন এলাকার কর্মসূচিতে যোগ দিয়ে সাংসদ পাঁচ বছরের কাজের খতিয়ান মানুষের কাছে প্রচার করার বার্তা দেন দলের নেতা-কর্মীদের। এর আগে শনিবারও নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগের লোকসভা ভোটে এখানে পিছিয়ে ছিলেন শতাব্দী। অথচ পঞ্চায়েতগুলিতে সেখানে ভাল ফল হয়েছে। এই মনোবল নিয়েই আসন্ন লোকসভায় সাফল্য ধরে রাখার কথা জানান সাংসদ। বুধবার প্রথমে চিনপাই পার্টি অফিস থেকে লোবার মেটেগ্রামে গিয়ে ৩০০ জনকে কম্বল বিতরণ করে জনসংযোগ সারেন। সেখানে ছিলেন দুবরাজপুরের কোর কমিটির সদস্যরা। হেতমপুরের কর্মীদের নিয়ে বৈঠক কর্মসূচি বদলে পদুমায় করেন বৈঠক। তাঁর এই সব বৈঠকই ছিল ক্লোজ ডোর। সাংসদের সাফ কথা, সমস্যা ইত্যাদি থাকলেও দলের পদাধিকারীকে মেনে নিতে হবে। তিনি বলেন, দল যাঁকে দায়িত্ব দিয়েছে, তিনিই শেষ কথা। শতাব্দী (Shatabdi Roy) বলেন, লোকসভা ভোট এসে গিয়েছে। কে কীভাবে ভোট করবেন তা নিয়ে এলাকায় বৈঠক করছি। যেখানে খারাপ ফল হয়েছিল, সেখানে কীভাবে ভাল ফল হতে পারে তা নিয়ে আলোচনা করায় সকলেই বিষয়টা বুঝে নিয়েছেন।
আরও পড়ুন- মিড ডে মিল থেকে পরিকাঠামো, বাংলার স্কুলের প্রশংসায় কেন্দ্র