প্রতিবেদন : বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম যাতে কোনওভাবেই কোনওরকম লুকানো চার্জ না নেয়, রাজ্যের স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক কমিশন সে ব্যাপারে কঠোর পদক্ষেপ করছে। রোগী ভর্তির সময়ই যাতে এই সব হাসপাতাল-নার্সিংহোম তাদের চিকিৎসা প্যাকেজ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য স্পষ্টভাবে জানিয়ে দেয় সে ব্যাপারে কমিশন নতুন নির্দেশিকা তৈরি করেছে। তা সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলিকে পাঠিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সেখানে রোগী ভর্তির প্যাকেজে সম্ভাব্য সমস্ত খরচ বিস্তারিতভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন-মন্দ মেয়ের উপাখ্যান
সাম্প্রতিককালে একাধিক বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে রোগীদের পরিবারের কাছ থেকে প্যাকেজবহির্ভূত ভাবে অর্থ আদায়ের একাধিক অভিযোগ জমা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে বারবারই বেসরকারি হাসপাতালগুলোতে এ ব্যাপারে সতর্কবার্তা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। কিছু বেসরকারি হাসপাতাল তা মেনে চললেও দেখা গিয়েছে নিয়মের তোয়াক্কা করছে না একাংশ। ফলে অস্বস্তিকর অবস্থার মুখোমুখি হচ্ছেন রোগীদের পরিজনরা। সেই কারণেই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্যের। চালানো হবে কড়া নজরদারিও। এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বাগুইআটির এক বেসরকারি হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখে গত বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিয়েছে কমিশন।