প্রতিবেদন : গঙ্গাসাগর মেলায় (Gangasagar Fair) একাধিক আলোকসজ্জা-সহ জন্য বিদ্যুৎ দফতর খরচ করছে প্রায় ৭৫ লক্ষ টাকা। তাতে একদিকে যেমন ফগ লাইট (Fog light) ও মেলা প্রাঙ্গণকে কারিকুরি দিয়ে সাজানো হয়েছে, একইসঙ্গে স্নানের ঘাট সংলগ্ন এলাকাতেও নজরদারি, ওয়াচটাওয়ার-সহ পুণ্যার্থীদের থাকার জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন-সাগর থেকে এয়ারলিফ্ট, শহরে আনা হল রোগীকে
সাগরমেলার (Sagarmela) যাবতীয় ভাবনাই আসলে পুণ্যার্থীদের সুবিধার জন্য। মকরসংক্রান্তিতে (Makar Sangkranti) পুণ্যস্নানের জন্য দেশের বিভন্ন প্রান্ত থেকে আসবেন পুণ্যার্থীরা (devotee)। তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে বিষয়ে ২৪ ঘণ্টা নজর রাখবে বিদ্যুৎ দফতর।