মেট্রোর কর্তা থেকে ইঞ্জিনিয়ার সকলেই মনে করছেন দক্ষিণেশ্বর (Dakshineshwar) প্ল্যাটফর্মের সম্প্রসারণের প্রয়োজন। পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে,দক্ষিণেশ্বের মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণ করার জন্য জমির প্রয়োজন মেট্রো রেলের (Metro Railway)। এই জট কাটাতে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সম্প্রসারণের নকশা তৈরি হয়েছে। কোথায় জমি লাগবে নবান্নকে জানানো হয়েছে। মেট্রোর পক্ষ থেকে এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও জবাব এখনও যদিও পাওয়া যায় নি।
আরও পড়ুন-ধূপগুড়িতে গোডাউনে ভয়া.বহ আ.গুন
নির্মাণে ত্রুটি থাকার ফলে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশে মাঝে মধ্যেই বেশ কিছু সমস্যা দেখা যেত। সিগন্যালে সমস্যা বা থার্ড লাইনের সমস্যার জেরে মেট্রো পরিষেবায় ব্যাঘাত ঘটে। সম্পূর্ণ বিষয়টি সরেজমিনে তদন্ত করে মেট্রোর অফিসার এবং ইঞ্জিনিয়াররা সিদ্ধান্তে এসেছেন, এই স্টেশনে মেট্রো রেলের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়াতে পারলে নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ ভাল মত কাজ করবে।
আরও পড়ুন-যুবদের হতাশ করেছে বিজেপি, তোপ তৃণমূলের
কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই মর্মে বলেন, ‘দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মকে আরও ৯০ মিটার বাড়ানোর চিন্তা করা হয়েছে। স্টেশনটি এলিভেটেড হওয়ার জন্য পিলার বসিয়ে তার উপর প্ল্যাটফর্মের সম্প্রসারণ করতে হবে। তার জন্য কিছুটা জমি লাগবে। রাজ্য সরকারের কাছে সেই জমি চেয়ে আবেদন করা হয়েছে।’