প্রতিবেদন : রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Bengal- Budget Session) আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। অধিবেশন চলবে ১৭ তারিখ পর্যন্ত। লোকসভা নির্বাচন সামনে, তাই পূর্ণাঙ্গ বাজেট নয়, ৩ মাসের জন্য পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, প্রথা অনু্যায়ী ৫ তারিখ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অভিবাসনের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপর কয়েকদিন রাজ্যপালের ভাষণের উপর শাসক ও বিরোধী দলের বিধায়করা আলোচনায় অংশগ্রহণ করবেন। তারপরই নির্ধারিত দিনে পেশ করা হবে রাজ্য বাজেট (Bengal- Budget Session)। রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৪-২৫ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করবেন। তবে কবে বাজেট পেশ করা হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আগামী লোকসভা ভোটের প্রেক্ষিতে এবার আগামী আর্থিক বছরের তিনমাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে পারে।
আরও পড়ুন- কেজরিওয়ালকে ফের তলব ইডির