সংবাদদাতা, রায়গঞ্জ : রাজ্যের মহিলাদের স্বনির্ভর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের জন্য এনেছেন একাধিক প্রকল্প। বিশ্বের দরবারে সেরা কন্যাশ্রী। তাই বাংলার মেয়েরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়েদের জন্য একাধিক প্রকল্পের জয়গান করে বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন মহিলারা। রবিবার বিকালে এক নজিরবিহীন যোগদানের সাক্ষী থাকাল কালিয়াগঞ্জের বেচাডাঙা গ্রাম। পাড়া বৈঠকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক সৌমেন রায়। কেন্দ্রীয় সরকারের নারীবিদ্বেষী মনোভাব সকলের সামনে তুলে ধরতে পাড়া বৈঠকের কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-ধর্ষক পোষক মোদি সরকার, আর নেই দরকার
গঠনের রাজ্য সভাপতি তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কর্মসূচির কথা ঘোষণা করেন। ১০ হাজার পাড়া বৈঠক হবে বলে জানোনো হয়। সেইমতো রাজ্যজুড়ে প্রতিটি অঞ্চলে ‘চলো পাল্টাই’-এর ব্যানারে চলছে এই পাড়া বৈঠক। এই বৈঠকে এলাকার মহিলাদের উপস্থিতি থাকছে চোখে পড়ার মতো। কেন্দ্রের বিজেপি সরকার যে কত বড় প্রতারক তা এখন বুঝেছেন প্রত্যন্ত এলাকার মহিলারাও। তা প্রমাণ হচ্ছে পাড়া বৈঠকে মহিলাদের তৃণমূলে যোগদানের ফলে। মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর বিধায়ক সৌমেন রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে এবং বিজেপিকে জবাব দিতেই মহিলারা যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের হাত ধরে আরও মহিলারা যোগদান করবেন। বিধায়ক ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, ব্লক সভাপতি নিতাই বৈশ্য প্রমুখ।