রিতিশা ঘোষ, শিলিগুড়ি : কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার মেলবন্ধনের উৎসব শিলিগুড়ি জুড়ে। হাকিম পাড়া তরুণ সংঘ ক্লাবের পুজো সবার মধ্যে নজর কেড়েছে। শিলিগুড়ির সবথেকে বিগ বাজেটের পুজো করে তরুণ সংঘ ক্লাব। কিন্তু গত দু’বছর করোনার কারণে পুজোর বাজেট অনেকটাই কমিয়ে দেয় ক্লাব। এবার কালীপুজোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই তরুণ সংঘ ক্লাবের কালীপুজোর মূল থিম করেছে মেলবন্ধনের উৎসব। এই উৎসব থেকেই বিমুখ হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। সেই কারণেই আলোর উৎসবকে মেলবন্ধনের উৎসব হিসেবে তুলে ধরা হয়েছে। শিলিগুড়ি সবথেকে বিগ বাজেটের পুজো করে থাকে তরুণ সংঘ। সব মিলিয়ে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ টাকার ওপরে বাজেট হয় পুজোর। কিন্তু গত বছর থেকে ১০ লাখ টাকার মধ্যে বাজেট করে পুজোর আয়োজন করছে। মানুষকে উৎসবমুখর করতেই এবার কাঁথি থেকে লোক এনে মণ্ডপসজ্জার আয়োজন করেছে। বাঁশ, কাঠ, গাছের ডাল, দড়ি, থার্মোকল দিয়ে মণ্ডপসজ্জার কাজ করছে। এ ছাড়াও দুর্গাপুর থেকে এসেছে প্রতিমা। আর আলোকসজ্জা কলকাতা থেকে। পুজোর বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তা তপন সাহা জানিয়েছেন, গত দু’বছর ধরে করোনার কারণে সাধারণ মানুষ উৎসব বিমুখ হয়ে পড়েছিল। এবারের কালীপুজোয় কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা থিম করেছি মেলবন্ধনের উৎসব। মানুষ যাতে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আগের মতন উৎসবমুখর হতে পারে সেই চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জাতে।