সংবাদদাতা, খড়গপুর : মঙ্গলবার খড়গপুরের গোলবাজারের একটি আবাসনে মহিলা তৃণমূলের তরফে সংঘবদ্ধ শপথগ্রহণ অনুষ্ঠান পালন হল। এই কর্মিসভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhttacharya)। সভায় মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল নেতৃত্ব ও সদস্যারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরদার লড়াই করার শপথ নেন।
আরও পড়ুন-স্বীকৃতি চাই বাংলার ৪ খণ্ডের গবেষণাপত্র প্রকাশ মুখ্যমন্ত্রীর
অঞ্চলে অঞ্চলে এমন আরও কর্মিসভা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহিলা তৃণমূলের ‘চলো পাল্টাই’ কর্মসূচি চলবে বলেও তিনি জানান। মঙ্গলবার বিকেলে জেলার ডেবরা পথের সাথীতে ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের উদ্যেগে সংঘবদ্ধ শপথ নেওয়া হল সংগঠনের কর্মী সম্মেলনে। সেখানেও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া ছিলেন ঘাটাল মহিলা তৃণমূল সাংগঠনিক জেলা সভানেত্রী তনয়া দাস, ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবীর-সহ অন্যরা। লোকসভা ভোটের আগে জেলার মহিলা তৃণমূল কর্মীদের চাঙ্গা করতেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর উদ্যোগে হল এই কর্মসূচি।