প্রতিবেদন : ওরাই সবথেকে বড় চোর। বিজেপির সবাই চোর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতাদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপির সব চোর হ্যায়। ওরা তৃণমূলকে চোর বলে। আর ওদের দলে তো চোর ভর্তি। সবাই ক্রিমিনাল। এজেন্সির প্রোডাকশন।
আরও পড়ুন-গঙ্গাসাগরে ভাল কাজের স্বীকৃতিতে বিশেষ শংসাপত্র
মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসাপ্টা জানিয়ে দেন, যদি প্রমাণ করতে পারেন, তাহলে সব ছেড়ে চলে যাব, দু’বার ভাবব না। আমি যদি ভুল করি সমালোচনা করুন, খুশি হব। কিন্তু অযথা কুৎসা করবেন না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, বেতন বাবদ লাখ লাখ টাকা পেতে পারতেন তিনি। গত কয়েক বছর ধরে এক পয়সাও বেতন নেননি তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে বেতন বা প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেন না তিনি। তাঁর কথায়, প্রায় দেড় লাখ টাকা পেনশন পান, সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বেতন। তা প্রায় সাড়ে তিন লাখ টাকা হয় মাসে। কিন্তু, গত ১৩ বছর ধরে সেই টাকায় তিনি হাত দেননি। তিনি এক বেলা খান এবং এক বেলা খান না। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের শেষের দিকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘‘আমাকে জিজ্ঞেস করবেন, ক্রস চেক করবেন, আমার কোনও আপত্তি নেই। বরং আমি তাতে আনন্দিত হব। এমনকী আমি যদি ভুল করি, আপনারা সমালোচনা করবেন। আমি খুশি হব।’’

