প্রতিদিনই কোন না কোন বিমান সংস্থা সংবাদ শিরোনামে থাকছেই। কিছুদিন আগেই দিল্লি থেকে গোয়াগামী (Delhi to Goa) এক বিমান দেরিতে ছাড়ার ঘোষণা করার পরেই পাইলটকে ঘুষি মারেন এক ব্যক্তি। এরপর বিমানবন্দরের টারম্যাকে যাত্রীদের খাওয়ার ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়। এবার স্পাইসজেটের (Spice Jet) বিমানে শৌচালয়ে আটকে পড়লেন এক ব্যক্তি। মঙ্গলবার এই বিমান মুম্বই থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল । চলন্ত বিমানের মধ্যে এরকম ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানের শৌচালয় এর লক সিস্টেম কাজ করছিল না বলেই অভিযোগ জানানো হয়। সেখানেই আটকে পড়েছিলেন এক ব্যক্তি। শুধু আটকেই পড়েছিলেন তা নয়, এভাবে ১০০ মিনিট ধরে ছিলেন তিনি।
আরোও পড়ুন-যাত্রী সুবিধার্থে ৬টি বিমানবন্দরে ‘ওয়ার রুম’
জানা গিয়েছে, অবশেষে বিমান বেঙ্গালুরু পৌঁছতে কেম্পেগৌড়া বিমান বন্দরের ইঞ্জিনিয়াররা সেই দরজার তালা ভাঙেন। সবচেয়ে ভয়াবহ বিষয়টি ছিল, বিমানের অবতরণের সময় বন্ধ অবস্থায় ওই যাত্রী বিমানের শৌচালয়ের ভিতরে ছিলেন। স্বাভাবিকভাবেই ওই যাত্রী খুবই ভয় পান সেই সময়ে। কেম্পেগৌড়া বিমানবন্দর কর্তৃপক্ষ এই মর্মে জানিয়েছে, এসজি ২৬৮ বিমানে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার স্পাইসজেটের ওই বিমান মুম্বই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রাত ২ টোয় রওনা হয়। স্পাইস জেটের তরফে এখনও কিছু জানা যায়নি।