গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

Must read

প্রতিবেদন : গুরু গোবিন্দ সিংয়ের (Guru Gobind Singh Jayanti) আর্বিভাব দিবসে শিখ সম্প্রদায়ের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৫টা ১০ নাগাদ শহিদ মিনারে গুরুজির স্মরণে আয়োজিত শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই গুরু গোবিন্দ সিংকে (Guru Gobind Singh Jayanti) শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে উপস্থিত শিখ সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাবের সঙ্গে বাংলার সৌভ্রাতৃত্বের সম্পর্ক দীর্ঘ বছরের। যা অটুট আছে, অটুট থাকবে। বাংলায় বহু পাঞ্জাবি বসবাস করেন। তাঁরা এখন বাংলারই মানুষ হয়ে গিয়েছেন। আপনারা আমাদের সব অনুষ্ঠানে শামিল হন। আমরাও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকি। মুখ্যমন্ত্রীর সংযোজন, আমি যখন ছাত্র রাজনীতি করতাম, তখন পাঞ্জাবের সমস্ত জেলা আমি ঘুরেছি। আপনাদের ভাষাও আমি বুঝি। আপনাদের ধর্মগুরুদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে পঞ্জাবের বিরাট অবদান রয়েছে। আন্দামান সেলুলার জেলা দেখে এসেছি বাঙালিদের পাশাপাশি প্রচুর পাঞ্জাবিদেরও নাম রয়েছে। যাঁরা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি শহিদ হয়েছেন।
আমি প্রতি বছরই আপনাদের অনুষ্ঠানে আসি। কলকাতায় গুরুদোয়ারা রয়েছে আমি সেখানেও যাই। আমাদের পরিবারের গৃহবধূ রুজিরাও আপনাদের বিভিন্ন অনুষ্ঠান যায়। সেও পাঞ্জাবি। তার বাচ্চারাও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পাঞ্জাবি ভাষাও বলতে পারে। আমিও আপনাদের পরিবারেই একজন।

আরও পড়ুন- চিরন্তন সংস্কৃতির বিকাশে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন

Latest article