প্রতিবেদন : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আইসিডিএস (ICDS) কর্মী ও সহায়কদের নিয়ে পথে নামল তৃণমূল। কলকাতার রাজপথে এই মিছিল থেকে আইসিডিএস কর্মী-সহায়করা বার্তা দিলেন, কেন্দ্রীয় সরকার শুধুই বঞ্চনা করেছে, একমাত্র পাশে দাঁড়িয়েছেন আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী। মিছিলে নেতৃত্ব দিয়ে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা ও তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আইসিডিএস প্রকল্প বন্ধের চক্রান্তে ধিক্কার দেন কেন্দ্রীয় সরকারকে। সেইসঙ্গে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের নির্দেশ দেন কেন্দ্রীয় বঞ্চনার কথা দিকে দিকে ছড়িয়ে দিতে।
ডাঃ শশী পাঁজা বলেন, কেন্দ্র বিভ্রান্তি ছড়াচ্ছে আইসিডিএস (ICDS) প্রকল্প নিয়ে। তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে একমাত্র তৃণমূল। বিজেপি বা সিপিএম কিছু করেনি আইসিডিএস প্রকল্পের কর্মী-সহায়কদের জন্য। বিজেপি কোনওদিন গরিবদের কথা ভাবেনি। তফসিলি জাতি-উপজাতি বা অনগ্রসর শ্রেণির মানুষের কথাও ভাবেনি।
তাই আইসিডিএস প্রকল্পে নিয়োগের বয়স কমিয়ে ৪৫ থেকে ৩৫ করে দিয়েছে কেন্দ্র। তিনি বলেন, ১০ বছরের অভিজ্ঞতা থাকলে প্রমোশন পেয়ে সহায়িকারা কর্মী হতে পারেন। কেন্দ্র সেখানেও বাধার সৃষ্টি করছে। নানাভাবে রাজনৈতিক জটিলতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেতনের টাকা দিচ্ছে না। রাজ্য কিন্তু বেতন বন্ধ হতে দেয়নি। উপরন্তু অবসরকালীন ভাতা ৩ লক্ষ টাকা দেওয়ার বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী। আর কেন্দ্র শুধু নাম পরিবর্তন করেই ক্ষান্ত।
আরও পড়ুন- গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রের একটাই লক্ষ্য— প্রকল্প বন্ধ করে দেওয়া। সেজন্য যাবতীয় চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কষ্ট বোঝেন। তাই তিনি সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন। লড়াই চালিয়ে যেতে বলেছেন। কেন্দ্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আইসিডিএস কর্মী ও সহায়িকাদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল। তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, গরিব মানুষের কথা ভাবেনি কেন্দ্র। এদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কেউ বাঁচেও না, পড়েও না। আমাদের দাবি, ৯০ শতাংশ অর্থ দিতে হবে কেন্দ্রকে।