ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) নয়া পদোন্নতি নীতি। এবার থেকে বছরে দু’বার হবে সেনাবাহিনীতে পদোন্নতি সংক্রান্ত বোর্ডের বৈঠক। চলতি মাস থেকে কার্যকর হওয়া নতুন পদোন্নতির যে সার্কুলার জারি হয়েছে সেখান থেকেই একথা জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত, পদোন্নতি বোর্ড বছরে একবারই মিটিং করতো। এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার মতে, সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র ও সেবায় কেউ পিছিয়ে থাকলে তাকেও সামনে আনার জন্য এই নতুন নিয়ম করা হয়েছে। এছাড়াও, পদোন্নতি নীতিতে আগের সব বিভ্রান্তি দূর করা হয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত, সেনাবাহিনীর পদোন্নতির নিয়মগুলি বিভিন্ন পলিসি লেটারের উপর ভিত্তি করে ছিল এবং বিভ্রান্তি ছিল। কারণ, কিছু লোক প্রথম পলিসি লেটার উল্লেখ করতেন এবং কেউ কেউ দ্বিতীয় পলিসি লেটার উল্লেখ করতেন। ফলে সেখান থেকেই বিভ্রান্তি ছড়াতো।
আরও পড়ুন- বঞ্চনার প্রতিবাদ, ধিক্কার কেন্দ্রকে: আইসিডিএস কর্মীদের নিয়ে রাজপথে শশী-চন্দ্রিমা
জানা গিয়েছে, এখন সেনাবাহিনীর (Indian Army) জন্যে যে পলিসি তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যাতে অন্তত ১০ বছরের জন্য কোনও পরিবর্তনের প্রয়োজন না হয়। এর পাশাপাশি যারা কর্মজীবনে মেজর জেনারেল(স্টাফ) হবেন তাদের জন্যও নতুন পদোন্নতির কথা বলা হয়েছে পলিসিতে। বর্তমানে এখন একজন মেজর জেনারেল (স্টাফ) হলে তার কর্মজীবনের সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছান এবং তিনি আর পদোন্নতি পান না। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন মেজর জেনারেল(স্টাফ)ও পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল (স্টাফ) হতে পারবেন বলে জানা গিয়েছে।