ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী (West Bengal- Rain)। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। এমন আবহে রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবারও বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছিল হাওয়া অফিস। কিন্তু তা হয়নি। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে এক ধাক্কায় তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি নেমে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এমন পরিস্থিতি রাজ্যে (West Bengal- Rain)। বুধবার থেকেই সিকিমে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে দার্জিলিঙেও। বর্তমানে পরিস্থিতি যা তাতে হিমাঙ্কের নীচে নেমে যেতে পারে দার্জিলিঙের তাপমাত্রা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।
আরও পড়ুন- ভারত-বাংলাদেশ জলপথে যোগাযোগে গড়া হচ্ছে বন্দর
তবে সূর্যের দেখা না মেলার কারণেই এদিন সকালেও ঘন কুয়াশায় মুখ ঢেকেছে রাজ্যের একাধিক প্রান্ত। সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। এমন পরিস্থিতিতে নতুন করে বৃষ্টি হলে ঠান্ডার দাপট আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২০.৩ এবং ১৩.৪। গত ২৪ ঘণ্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৭১ শতাংশ।