বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আধার কার্ড (Aadhaar card) আর জন্মের প্রমাণপত্র হিসেবে আর ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আধার কার্ড কোনওভাবেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয়। আধার নম্বর শুধুমাত্র ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। উল্লেখ্য, ব্যাঙ্ক হোক বা পাসপোর্ট, দেখা যায় সব ক্ষেত্রেই জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড নেওয়া হয়। তবে, এবার থেকে তা আর করা যাবে না। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল UIDAI।
এই সিদ্ধান্তের নেপথ্যে কেন্দ্রের যুক্তি, ইপিএফও-তে বহু সদস্য নিজেদের জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড জমা দিয়েছেন। তবে, UIDAI আধারের জন্য দেওয়া ব্যক্তির জন্ম তারিখ সঠিক কি না তা যাচাই করে না। সেক্ষেত্রে, আধার কার্ডে (Aadhaar card) থাকা জন্মের তারিখ যে সঠিক, সেই বিষয়েও কোনও নিশ্চয়তা থাকে না। মনে করা হচ্ছে, সেই কারণেই আধারকে এবার থেকে জন্মের প্রমাণপত্র হিসেবে ধরা হবে না।
আরও পড়ুন- মানবিক দলনেত্রী, শীতের সকালে সাফাই কর্মীদের কম্বল বিলি মুখ্যমন্ত্রীর
আধার কর্তৃপক্ষের তরফে ইপিএফও-কে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড যেন কোনও ব্যক্তির জন্মের প্রমাণপত্র হিসাবে না ব্যবহার করা হয়। এটা শুধু ব্যক্তির পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।