জম্মু ও কাশ্মীরের নওশেরায় নিয়ন্ত্রণ রেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু জওয়ানের (Army soldier dies)। জখম হয়েছেন আরও ২ জন। ভারতীয় সেনার তরফে মৃত জওয়ানের নাম প্রকাশ করা হয়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখের কাছে টহল দিতে বেরিয়েছিলেন জওয়ানরা। সেই সময় মাটির নীচে পোঁতা ল্যান্ডমাইনের উপর না জেনেই পা দিয়ে দেন এক জওয়ান। বিস্ফোরণে তাঁর মৃত্যু হয় (Army soldier dies)। আহত হন আরও দুই জওয়ান। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন- আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসেবে গণ্য নয়, সিদ্ধান্ত কেন্দ্রের
এর আগে ডিসেম্বরের শেষে রাজৌরিতে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। আহত হয়েছেন জওয়ানেরা। মৃত্যু হয়েছিল পাঁচ জওয়ানের।