প্রতিবেদন : বিজেপির টানা অপপ্রচারের মাঝেও বাংলার গৌরবের মুকুটে নতুন পালক। রাজধানী দিল্লির বুকে দাঁড়িয়ে সেরার সেরা পুরস্কার নেবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ পরিচালিত দুটি প্রকল্পে অসাধারণ সাফল্যের কারণেই এবার এই স্কচ পুরস্কার (SKOCH Award- Bengal)। এর সঙ্গে যুক্ত হয়েছে চা সুন্দরী আবাস প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পও এবার এই অ্যাওয়ার্ড পেতে চলেছে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, দেশের আর কোনও মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের পাশে এভাবে দাঁড়িয়ে তাঁদের মাথায় ছাদের ব্যবস্থা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প দেশের সেরা হল।
এর আগে রাজ্য সরকারের নানা প্রকল্প একাধিক স্কচ পুরস্কার পেয়েছে। কলকাতা পুলিশের ক্ষেত্রে এই প্রথম প্রাপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্প শুরু করেছিল কলকাতা পুলিশ। আরও সমাজবন্ধু ও মানবিক হওয়ার লক্ষ্যেই প্রকল্প শুরু।
আরও পড়ুন- মানবিক দলনেত্রী, শীতের সকালে সাফাই কর্মীদের কম্বল বিলি মুখ্যমন্ত্রীর
কলকাতা পুলিশের দু’টি প্রকল্প প্রণাম ও সুকন্যা। এই দুটি প্রকল্পই স্কচ পুরস্কারের (SKOCH Award- Bengal) সম্মান পাচ্ছে। প্রণাম প্রকল্পটি বয়স্কদের কেন্দ্র করে। যেসব বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে একা থাকেন, তাঁদের পাশে থাকার প্রকল্প সম্মান। একা থাকা মানুষের পাশে থাকে পুলিশ। ইতিমধ্যে শহর কলকাতায় প্রায় ২৪ হাজার বয়স্কর পাশে দাঁড়িয়েছে পুলিশ। একদিকে নিরাপত্তা দেওয়া, অন্যদিকে যে কোনও দরকারে বাড়ি পৌঁছে গিয়েছে পুলিশ।
অন্যদিকে মহিলাদের সুরক্ষা ও নারীশক্তির উত্থানের কথা মাথায় রেখে সুকন্যা প্রকল্প তৈরি। ২০১৪ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি স্কুল ছাত্রী মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছে। পড়ুয়াদের মধ্যে এই প্রকল্পে আগ্রহ প্রতিদিন বাড়ছে।
নিঃসন্দেহে এই প্রকল্প কলকাতা পুলিশের মর্যাদা শুধু বাড়িয়েছে তাই নয়, বাংলার এই প্রকল্প দেশে কার্যত বিরল। বহু রাজ্য এই প্রকল্প এখন অন্য নামে নকল করছে। আগামী ১০ ফেব্রুয়ারি দিল্লিতে কলকাতা পুলিশের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।