দুবাই, ৩ নভেম্বর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ লড়াই করেও ১৬ রানে হেরে গেল স্কটল্যান্ড। এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল গোটা ভারত। এমনকী, ম্যাচ চলাকালীন স্কটিশ উইকেটকিপার ম্যাথু ক্রস সতীর্থ কলিন গ্রিভসকে উৎসাহ দিতে গিয়ে বলেই ফেলেন, ‘‘ভাল করে বল কর, গোটা ভারত তোমার পিছনে রয়েছে।’’ যা স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট শোনা গিয়েছে।
আরও পড়ুন : দেশের হয়ে ১৩ বছর খেলা বড় প্রাপ্তি: বিরাট
যদিও শেষরক্ষা হল না। বরং দারুণ ব্যাট করে দলকে জয় উপহার দিলেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিল। তিনি কঠিন পরিস্থিতিতে ৫৬ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন। অথচ এক ওভার ড্যারেল মিচেল (১১ বলে ১৩) ও কেন উইলিয়ামসনের (০) উইকেট তুলে নিয়ে কিউয়ি শিবিরে জোর ধাক্কা দিয়েছিলেন স্কটল্যান্ডের পেসার সাফিয়ান শরিফ। চাপ আরও বাড়ে ডেভন কনওয়ে মাত্র ১ রান করে আউট হলে। সেই সময় স্কোরবোর্ডে মাত্র ৫২ রান তুলতে না তুলতেই ৩ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড।
যদিও ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন গাপ্টিল-গ্লেন ফিলিপস জুটি। চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করার পর, ৩৭ বলে ৩৩ রান করে আউট হন ফিলিপস। পরের বলেই আউট গাপ্টিলও। রান তাড়া করতে নেমে স্কটিশরা ১৫৬ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি।