লাগাতার আটদিন ধরে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি (Delhi Winter) সহ সমগ্র উত্তর ভারত। দিল্লি বিমানবন্দর, ইন্ডিয়া গেট-সহ বেশকিছু এলাকার দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে এসেছে। পাল্লা দিয়ে কমছে দিল্লির বাতাসের গুণগত মানও। বৃহস্পতিবারও রাজধানী সহ সংলগ্ন এলাকার বাতাসের গুণগত মান ছিল অতি খারাপ স্তরে।
আরও পড়ুন- বিশ্বশ্রেষ্ঠ হবে কলকাতা বইমেলা
প্রবল ঠান্ডার (Delhi Winter) কারণে দরিদ্র মানুষ ও ফুটপাতে বসবাসকারী মানুষরা সরকারের দেওয়া রাতের বিশেষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আবহাওয়া দফতরের মতে, আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যেখানে সকালের তাপমাত্রা ছিলো ৪ ডিগ্রির কাছাকাছি। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালে ছিল ঘন কুয়াশা। আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি সহ আশপাশের এলাকায় মেঘলা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ঘন থেকে খুব ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের অবস্থা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে এদিনও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি উড়ান, দেরিতে চলছে প্রায় ২০ টি ট্রেন।