দুবাই, ৩ নভেম্বর : অবশেষে শিকে ছিঁড়ল রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্যে! তাও আবার নেই নেই করে চার-চারটে বছর পর। টি-২০ বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে অভিজ্ঞ অফস্পিনারকে বাদ দেওয়া সমালোচনার ঝড় উঠেছিল গোটা ভারতজুড়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার তো এ নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন।
আরও পড়ুন : দেশের হয়ে ১৩ বছর খেলা বড় প্রাপ্তি: বিরাট
কিছুটা অপ্রত্যাশিতভাবে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে মাত্র ৮ রানে ২ উইকেট দখল করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন অশ্বিন। শেষ পর্যন্ত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে টস করতে এসে বিরাট কোহলি জানিয়ে দিলেন অশ্বিন এই ম্যাচে খেলছেন। এর পরেই সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাসে ফেটে পড়েন নেটিজেনরা। ৩৫ বছর বয়সি অভিজ্ঞ স্পিনারের ঝুলিতে ছশোরও বেশি উইকেট থাকলেও, তিনি শেষবার দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে কোনও ম্যাচ খেলেছিলেন সেই ২০১৭ সালে! ওই বছরের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে আয়োজিত টি-২০ ম্যাচটাই ছিল ভারতের হয়ে অশ্বিনের শেষ টি-২০ ম্যাচ। তারপর থেকে টেস্টে নিয়মিত খেললেও, ওয়ান ডে কিংবা টি-২০ দলে জায়গা হয়নি অশ্বিনের। প্রসঙ্গত, এদিন ভারতীয় একাদশে আরও একটি পরিবর্তন হয়েছে। ঈশান কিষাণের বদলে টিমে ফিরেছেন সূর্যকুমার যাদব।