প্রতিবেদন : খোদ দেশের প্রধান বিচারপতির মন্তব্যই বুঝিয়ে দিল পাকিস্তানের বাস্তব পরিস্থিতি ঠিক কীরকম। সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে ওঠা এই দেশে আন্তর্জাতিক তকমা পাওয়া কুখ্যাত জঙ্গিদের আড়াল করে রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বারবার এই অভিযোগ করে ভারত। এবার খোদ পাকিস্তানের প্রধান বিচারপতির মন্তব্যেও উঠে এল সেকথা। পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা মন্তব্য করলেন, মাদক আর কালাশনিকভ সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে। দেশের প্রধান বিচারপতির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পাক সরকার।
আরও পড়ুন-নির্দেশিকা জারি পরিবহণ দফতরের, এবার শনিবার দিনও হবে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা
পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ অস্ত্রের বাড়বাড়ন্তের জেরে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে পাক সরকার। ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিশ জারি করেছে আদালত। এই ইস্যুতেই সে-দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা বলেন, মাদক আর কালাশনিকভ দেশটাকে ধ্বংস করছে। পৃথিবীর কোথাও বড় গাড়িতে চেপে চোখে রঙিন চশমা লাগিয়ে কালাশনিকভ হাতে করে কেউ ঘুরতে যায় না। ইসা বলেন, এমনকী তাঁকেও অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আদালতে এক চুরির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করতে দেখা যায় পাক প্রধান বিচারপতিকে।
আরও পড়ুন-এডেন উপসাগরে মার্কিন জাহাজে ড্রোন হামলা, পাশে ভারতীয় নৌসেনা
সম্প্রতি একটি মামলায় উঠে এসেছে, চোর গৃহস্থের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্রের সঙ্গে চুরি করেছে নানা আগ্নেয়াস্ত্রও। এই মামলা প্রসঙ্গেই বিচারপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান, দেশে কতগুলি নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশিকার অনুলিপি পাঠানো হয়েছে অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্রসচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও।