১৯ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দিল্লি এয়ারপোর্টে (Delhi Airport flights) সকাল ১০.২০ থেকে ১২.৪৫ পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক। বিবৃতি জারি করে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডিআইএএল) একথা জানিয়েছে। এমনকি ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ টা পর্যন্ত অ-নির্ধারিত উড়ানগুলির ওঠানামা এবং চার্টার্ড ফ্লাইটগুলিরও অনুমতি দেওয়া হবে না। শনিবার থেকেই এই বিধি নিষেধ কার্যকর হবে এবং চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন- বিলকিসের ধর্ষকদের দু’দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিমকোর্টের
জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের মহড়া ও নিরাপত্তার জন্যই এই বিধি-নিষেধ আরোপ করেছে কেন্দ্র। তবে দিল্লি বিমানবন্দরে উড়ান (Delhi Airport flights) চলাচলে বিধি-নিষেধ জারি হলেও সেনা কপ্টার বা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কপ্টার পরিষবার এই বিধি-নিষেধ কার্যকর নয় বলে কেন্দ্রের নির্দেশিকাতে উল্লখিত রয়েছে। আগামী সপ্তাহে দেশে পালিত হবে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ থাকবেন প্রধান অতিথি হিসাবে।