হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) গ্রাম পঞ্চায়েত ঘান্ডালে অবস্থিত একটি পাঁচ তলা ভবন ভূমিধসের (Landslide) কারণে ধসে পড়েছে বলে জানা গিয়েছে। সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়াও, নিকটবর্তী ধামী কলেজ ভবনের একটি অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে ভবন ধসের ভিডিও খুব দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্লট কাটার প্রক্রিয়া চলাকালীন পাঁচ তলা ভবনটি অপ্রত্যাশিতভাবে ধসে পড়ে বলে জানা গেছে। আইন কলেজ ভবনটি এক সপ্তাহ আগে খালি করা হয়েছিল। রাজ্যে এই মুহূর্তে শুষ্ক আবহাওয়ার ফলে মাঝে মাঝে তুষারপাত ছাড়া কোন বৃষ্টিপাত নেই। এই অবস্থায় ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা প্রয়োজন।
আরও পড়ুন-পণে অনিচ্ছা, যোগীরাজ্যে স্ত্রীকে তিন তালাক দিলেন ব্যক্তি
হিমালয় অঞ্চলে অবস্থিত হিমাচল প্রদেশ প্রতিনিয়ত ভূমিধসের ঘটনার সাথে লড়াই করছে। বর্ষার মৌসুমে এখানের ভূখণ্ড, খাড়া ঢাল এবং ভারী বৃষ্টিপাত এই অঞ্চলকে ভূমিধসের ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ করে তোলে। আগের বছরের আগস্টে, সিমলা কৃষ্ণনগর এলাকায একটি বিধ্বংসী ঘটনার সম্মুখীন হয়। এই ভূমিধসে দুই ব্যক্তির মৃত্যু হয়, আটটি বাড়ি ধসে পড়ে এবং একটি কসাইখানা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। সরকার এই অবস্থায় হিমাচল প্রদেশের সিমলা এবং অন্যান্য ভূমিধস-প্রবণ এলাকায় ভূমিধসের প্রভাব কমানোর জন্য কৌশলগুলির উপর জোর দিচ্ছে।