প্রকাশ্য দিবালোকে নয়ডার (Noida) ১০৪ সেক্টরে কয়েকজন মোটরবাইক আরোহী চলন্ত গাড়ির ভিতরে থাকা এক যুবককে গুলি করে খুন করে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরজ ভান (৩০)। গাড়ির মধ্যে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। সূত্রের খবর, সুরজের গাড়ি যখন চলন্ত অবস্থাতে ছিল তিনি তখন চালকের আসনে ছিলেন। ৩ মোটরবাইক আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মোট ৫ রাউন্ড গুলি করা হয়। শেষ রক্ষা যদিও হয় নি। সুরজকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। আপাততত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-হিমাচল প্রদেশের সিমলায় ভূমিধসে ভেঙে পড়ল পাঁচতলা ভবন
কারা, কেন সুরজের উপর এভাবে গুলি চালাল সেটা যদিও স্পষ্ট নয়। নয়ডার ডিসিপি হরিশ চান্দের এই বিষয়ে জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। নয়ডা পুলিশের ৪টি দল তদন্তে নেমেছে। খুনের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুরোজ এয়ার ইন্ডিয়ায় কর্মরত ৩২ বছর বয়সী এক যুবক। ব্যস্ত রাস্তায় জিম থেকে বেরিয়ে গাড়িতে ফেরার সময় এমন ঘটনা স্বাভাবিকভাবেই ভীতির সকলের মধ্যেই সঞ্চার করেছে।
আরও পড়ুন-পণে অনিচ্ছা, যোগীরাজ্যে স্ত্রীকে তিন তালাক দিলেন ব্যক্তি
প্রত্যক্ষদর্শীদের মতে, জিম থেকে বেরিয়ে সুরোজ গাড়িতে কিছুক্ষন বসে কলা খাচ্ছিলেন। ঠিক তখনই তিনজন বাইক আরোহী তার গাড়ির পাশে এসে দাঁড়ায়। একজন শূন্যে গুলি করে আশেপাশের সকলকে সরিয়ে ফেলার জন্য। অপরজন গাড়ির কাঁচের মধ্য দিয়েই সুরজকে গুলি করে। প্রায় ১০টি গুলি করা হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ব্যক্তিগত রেষারেষির জেরেই এমন ঘটনা ঘটেছে।