সংবাদদাতা, কোচবিহার : শতাধিক মহিলাকে নিয়ে কোচবিহারের পুন্ডিবাড়ি গ্রামে পাড়াবৈঠক করলেন মহিলা তৃণমূল রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), রবীন্দ্রভবনে। জেলা তৃণমূলের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, একশো দিনের কাজের টাকা না দেওয়া, মুখ্যমন্ত্রী তথা মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদ জানিয়ে সঙ্ঘবদ্ধ শপথ নেওয়া হয় এদিন। চন্দ্রিমা (Chandrima Bhattacharya) বলেন, দিদি মহিলাদের অনেক সম্মান দিয়েছেন, তাঁর হাত শক্তিশালী করতে হবে। লোকসভা ভোট হবে। তবে সারা বছর আন্দোলন কর্মসূচিতে মহিলারা মিলিত হই। নির্বাচন আসছে, আরও সঙ্ঘবদ্ধ হতে হবে। ৪২-এ ৪২ পেতে হবে। ফার্স্ট হবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ বলেছিলেন, স্পোর্টস হাব হবে। কিন্তু হয়েছে কী? কী করে হবে! প্রধানমন্ত্রী দেশের মানুষের পয়সা খরচ করে সেলফি জোন বানাচ্ছেন, অথচ একশো দিনের কাজের টাকা দিচ্ছেন না। ২০২১ সালে কাজ করিয়ে নিয়েছে কিন্তু সেই টাকা দেয়নি। আবাস যোজনার টাকার জন্য অপেক্ষা করতে হচ্ছে কবে তিনি দেবেন৷ ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বলছে চুরি করা হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তা টুকে করতে চাইছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতা করতে যেও না। স্বাস্থ্যসাথীতে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হয়নি। দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যমেলার উদ্বোধনও করেন তিনি৷
আরও পড়ুন- পুলিশের অনুমতি ছাড়া কোনও মিছিল নয়, নির্দেশিকা নবান্নের