মেলবোর্ন, ২০ জানুয়ারি : এ যেন নোভাক ‘ভারতপ্রেমী’ জকোভিচ (Novak Djokovic)! ভারতে এসেছেন মাত্র একবার, ২০১৪ সালে প্রদর্শনী ম্যাচ খেলতে। এবার সেই ভারতের টেনিসের উন্নয়নে হাত লাগাতে চান সার্বিয়ান কিংবদন্তি স্বয়ং। টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন জকো (Novak Djokovic)।
এক সম্প্রচারকারী চ্যানেলের হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিচ্ছেন সানিয়া। সেখানে একটি সাক্ষাৎকারে জকোভিচের বক্তব্য, “ভারতের সঙ্গে আমার আত্মিক যোগ রয়েছে। সার্বিয়ার সঙ্গে ভারতের মিলও অনেক। আমার দেখা বিশ্বের সেরা ভদ্র মানুষ হচ্ছে ভারতীয়রা। যারা ক্রিকেটের পাশাপাশি টেনিস ভালবাসে ও আমায় ভালবাসে।” ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আরও বলেন, “সানিয়াকে দেখে ভারতের নতুন প্রজন্মরা এগিয়ে আসুক। ওদের টেনিসের উন্নতিতে আমি নিজে কাজ করতে চাই। আমার ফাউন্ডেশনের মূল লক্ষ্য এটাই যে র্যাকেট হাতে ছোটরা এগিয়ে এলে তাদের সবরকমভাবে সাহায্য করা। আরও বেশি সংখ্যায় ভারতের ছেলে-মেয়েরা টেনিস কোর্টে নামলে খুশি হব আমি।”
আরও পড়ুন- বিদায় সানিয়া, ফের বিয়ে শোয়েবের