সংবাদদাতা, ঝাড়গ্রাম : রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC) নির্দেশমতো জঙ্গলমহলে তৃণমূলের ‘পাড়াবৈঠক’ কর্মসূচি শুরু হল। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতে মহিলা তৃণমূলের ঘোষিত কর্মসূচি ‘চলো পাল্টাই’ শনিবার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে হল চিচুড়গেড়িয়া গ্রামে। লোকসভা নির্বাচনের আগে বুথস্তরে দলীয় সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। পাশপাশি এই কর্মীবৈঠকে পাড়ার যুবক-যুবতী থেকে বৃদ্ধরাও একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন কথা আলোচনা করেন। ছিলেন রেখা সরেন, তৃণমূল নেত্রী অলোকা মাহাতো, অঞ্চল সভাপতি শঙ্কর বেজ, পঞ্চায়েত সমিতির সদস্য নেপাল চট্টোপাধ্যায় ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিপ্লব মানা প্রমুখ।
আরও পড়ুন- সংশ্লিষ্ট দফতরের সাহায্য চাইল রাজ্যের খাদ্য দফতর, চালকলে বিদ্যুৎ খরচের হিসেব পরীক্ষা