প্রতিবেদন : চাঁদের মাটিতে নিজের কাজ সেরে ঘুমিয়ে পড়েছিল ল্যান্ডার ‘বিক্রম’ (NASA- Vikram lander)। কাজ শেষ করে অচল হয়ে পড়ে রোভার প্রজ্ঞানও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়ে দিয়েছিল যে নির্ধারিত চিরঘুমে চলে গিয়েছে ‘বিক্রম’। নিশ্চুপ প্রজ্ঞানও। তবে এবার চমকে দিলেন নাসার বিজ্ঞানীরা। জানালেন, সাড়া দিয়েছে বিক্রম। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA- Vikram lander) ভারতের চন্দ্রযান-৩ অভিযানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবার অভিযান শেষেও নজরদারি আর তত্ত্বাবধান চালিয়ে যাচ্ছেন মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা রীতিমতো অসাধ্যসাধন করলেন। এবার ল্যান্ডার বিক্রমের অবস্থান নিশ্চিত করল নাসা। তারা জানিয়েছে, চাঁদের বুকে নিদ্রারত ল্যান্ডার বিক্রমকে ল্যান্ডমার্ক হিসেবে দেখা হচ্ছে। নাসার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর, পৃথিবীর সময় অনুযায়ী দুপুর ৩টে নাগাদ লেসার আল্টিমিটার ইনস্ট্রুমেন্ট থেকে বিক্রমের দিকে তীক্ষ্ণ আলো ফেলা হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় সাড়া দিচ্ছে বিক্রম। অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে চাঁদের বুকে অন্ধকার নেমে আসার পর ল্যান্ডারের যন্ত্র আর কাজ করবে না, সেই আশঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি মিলল। কারণ সাড়া মিলেছে ‘বিক্রমে’ বসানো রিফ্লেক্টর থেকেও। সেখান থেকেও আলোকতরঙ্গ প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে নাসা। অর্থাৎ চিরঘুমে হয়তো পুরোপুরি চলে যায়নি বিক্রম।
আরও পড়ুন- বিজেপির ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ