প্রতিবেদন : দলের শীর্ষ নেতারা রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান কার্যত বয়কট করলেও, উলটো পথে হাঁটলেন গোবলয়ের কংগ্রেস নেতারা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে।
আরও পড়ুন-মন্ত্রীশূন্য রাজধানী, কেজরির নির্দেশে রামনামের ব্যবস্থা
রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী এবং মনমোহন সিংকে। তবে এই অনুষ্ঠান কার্যত বয়কট করে কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়, ‘ধর্ম প্রত্যকের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে ধরেছে।’ এবং কংগ্রেস নেতারা যে এই অনুষ্ঠানে যাবেন না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়। তবে প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা হয়েছে হাত শিবিরের অন্দরেই। কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম সাফ জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত খুবই হতাশাজনক। রাম ভারতের আত্মা। রামবিহীন ভারতের কথা চিন্তাও করা অসম্ভব। সেই একই সুর শোনা গেল হিমাচল প্রদেশের কংগ্রেস মন্ত্রীর গলাতেও।