প্রতিবেদন : ‘ধরম কা চশমা হঠা কে দেখো, পুরা হিন্দুস্তান খতরে মেঁ হ্যায়।’ সংহতি যাত্রার মঞ্চ থেকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার পার্ক সার্কাসের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কোই কহতে হ্যায় হিন্দু খতরে মেঁ হ্যায়, কোই কহতে হ্যায় মুসলমান খতরে মেঁ হ্যায়— ম্যায় কহতা হুঁ ধরম কা চশমা হঠা কে দেখো, পুরা হিন্দুস্তান খতরে মেঁ হ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হয়। সেখানে সর্বধর্ম সমন্বয়ের বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, ধর্মের নামে রাজনীতি করে না বাংলা, কর্মের পথে চলে। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য শিখিয়েছে ধর্ম যার যার উৎসব সবার। আর বিজেপি বাংলায় গোহারা হেরে বঞ্চনার পথ অবলম্বন করেছে। বাংলা থেকে ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েও প্রাপ্য আটকে রেখেছে। এই বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আমার কোনও ধর্ম নেই। আমার একটাই ধর্ম— মানব ধর্ম। মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ। যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু ধর্মের নামে ভোট দেবেন না। কর্মের নামে ভোট দিন। যত বড়ই নেতা হন, গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। যাঁরা সম্মান অর্জন করতে পারেন না, তাঁরাই ধর্মের নামে ভোট চান। দুর্গাপুজোর সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা আনন্দ করি, যেমন আনন্দ করি ইদের সময়। বাংলা বিভাজন করতে শেখায়নি। আমাকে আমার দল সবাইকে নিয়ে চলতে শিখিয়েছে।