মুম্বই, ৪ নভেম্বর : অবশেষে চলতি টি-২০ বিশ্বকাপের বাইশ গজে দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনকে। আর মাঠে নেমেই আফগানিস্তানের বিরুদ্ধে বল হাতে নজর কাড়লেন অভিজ্ঞ অফস্পিনার। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট। দীর্ঘ চার বছর পর জাতীয় দলের জার্সিতে ফের টি-২০ ম্যাচ খেলতে নেমেই সুপারহিট অশ্বিন।
অভিজ্ঞ ভারতীয় স্পিনারের এই পারফরম্যান্সে মুগ্ধ শচীন তেন্ডুলকর। তিনি বলছেন, ‘‘অনেক অনেক দিন পর আমরা ভারতের হয়ে অশ্বিনকে সাদা বলের ক্রিকেটে দেখলাম। ও সত্যিই দারুণ বল করল।’’
উচ্ছ্বসিত শচীন এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘অশ্বিনের রহস্য বল হল ‘ব্যাক ফ্লিপ’ বল। আপনি যদি খুব ভাল করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন বলের সিম পজিশন লেগ স্লিপের দিকে থাকে। নেটে দীর্ঘদিন পরিশ্রম করে এই বলটা অশ্বিন খুব ভালভাবে আয়ত্ত করেছে। আফগান ব্যাটসম্যানরা ওর এই বল বুঝতেই পারেনি।’’
শুধু শচীন নন, আফগানিস্তান ম্যাচের পর অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মাও। তিনি বলেন, ‘‘অশ্বিনের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। ও ভারতের হয়ে প্রচুর ম্যাচ খেলেছে এবং ঝুড়ি ঝুড়ি উইকেট নিয়েছে। এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করল।’’ হিটম্যানের বাড়তি সংযোজন, ‘‘৩-৪ বছর পর দেশের হয়ে সাদা বলের ফরম্যাটে ফেরা যে বড় চ্যালেঞ্জ, সেটা ও জানত। তবে মাঝের এই সময়টা অশ্বিন কিন্তু নিয়মিত আইপিএলে খেলেছে। ও এমন একজন বোলার যে, লাল বল হোক বা সাদা বল, উইকেট নেওয়ার জন্যই মাঠে নামে।’’