দুবাই, ২৩ জানুয়ারি : ২০২৩ সালের একদিনের ক্রিকেট ও টেস্ট ক্রিকেটের সেরা একাদশ বেছে নিল আইসিসি। যেখানে একদিনের সেরা দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এছাড়াও দলে রয়েছেন আরও পাঁচ ভারতীয় ক্রিকেটার। ওপেনার হিসেবে রয়েছেন শুভমন গিল। বিরাট কোহলিকে রাখা হয়েছে চার নম্বরে। রয়েছেন কুলদীপ যাদব এবং দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও গ্রুপ পর্বে টানা ১০ ম্যাচ জিতেছিল রোহিতের ভারত।
আরও পড়ুন-নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
অন্যদিকে, বর্ষসেরা টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ছাড়া আর জায়গা হয়নি কোনও ভারতীয়দের। এই দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্সকে। গতবছর ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-তিন মুসলিম ব্যক্তিকে বেঁ.ধে প্রকাশ্যে চা.বুক, গুজরাট পুলিশের সমা.লোচনা শীর্ষ আদালতের
সেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
সেরা টেস্ট একাদশ : উসমান খোয়াজা, দিমুথ করুণারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, ট্র্যাভিস হেড, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড।