সংবাদদাতা, কাঁথি : আবর্জনা ও বর্জ্য কাজে লাগাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে এগরা (Egra) পুরসভা বস্তিয়া মৌজায় ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলার কাজ শুরু হয়েছে। এর জন্য আগেই ১৪টি পুর ওয়ার্ডের বাড়ি বাড়ি নীল ও সবুজ বালতি দেয় পুরসভা। পুরসভার ‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’ কর্মীরা সেই বালতি থেকে তরল ও কঠিন বর্জ্য সংগ্রহের কাজও শুরু করেছেন। সেগুলি বস্তিয়ায় গড়ে ওঠা ডাম্পিং গ্রাউন্ডে জমা করা হচ্ছে। সেখানে একাধিক প্রসেসিং ইউনিট গড়ে আগামী দিনে সেখানে তরল বর্জ্য থেকে জৈবসার তৈরি হবে।
আরও পড়ুন-জওয়ানদের ফিরিয়ে আনতে মিজোরামে দুর্ঘটনার কবলে মায়ানমারের বিমান
পাশাপাশি কঠিন বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে তা থেকে নানা সামগ্রী উৎপাদন হবে বলে জানা গিয়েছে। ইউনিটটি গড়তে সংশ্লিষ্ট দফতরে প্রকল্প পাঠানো হয়েছে। অর্থ অনুমোদন হলেই কাজ শুরু হয়ে যাবে। তৃণমূল পুরপ্রধান স্বপনকুমার নায়ক বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগে ডাম্পিং গ্রাউন্ডের অভাবে যত্রতত্র ময়লা ফেলা হলেও এখন তা গড়ে ওঠায় সুবিধা হচ্ছে। প্রকল্পের জন্য কর্মী নিয়োগ নিয়ে আলোচনা চলছে। এলাকার বর্জ্য কাজে লাগিয়ে জৈবসার ও নানা সামগ্রী তৈরির কাজে লাগানো যাবে।