২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস (Voters’ Day)। দেশজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। ভোটার দিবসে নাগরিক ভোটদানের আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ২৯ শে অভিষেকের প্রশাসনিক বৈঠক আমতলায়
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আজ জাতীয় ভোটার দিবসে (Voters’ Day), আমি ভারতের সহ-নাগরিকদের কাছে তাদের নিজস্ব শক্তিতে উঠে দাঁড়াতে, দুর্বলতাকে প্রতিহত করতে আহ্বান জানাই। আমাদের বৈচিত্র্যময় জাতির আহ্বানে সাড়া দেওয়ার জন্য এবং সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করার আহ্বান জানাই। আমার ভাই ও বোনেরা, আপনার ভোট দেওয়ার ক্ষমতাই কিছু নির্বাচিত কয়েকজনকে ক্ষমতায় রাখে। প্রতিটি ভোট গণনা করা উচিত এবং প্রতিটি ভোট আমাদের মাতৃভূমির জন্য এবং ভারতের জন্য হওয়া উচিত।
Today, on this National Voters' Day, I urge upon my fellow citizens of India to rise up to their own strengths, to resist every idea of weakness, to respond to the call of the diverse Nation of ours, and help institutionalise humanity above everything else. Development devoid of…
— Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2024
কমিশনের প্রকাশিত সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন।