সংবাদদাতা, বালুরঘাট : বকেয়া আদায়ে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রচারে নামল পরিবহণ দফতর। গত ৩১ ডিসেম্বর কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল গাড়ি মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ৮-১০ কোটি টাকা বকেয়া রয়েছে। যে বকেয়া টাকা আদায়ে জরিমানা মকুবের পাশাপাশি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আঞ্চলিক পরিবহণ দফতর।
আরও পড়ুন-২৯ জানুয়ারি প্রশাসনিক সভাকে ঘিরে কড়া নিরাপত্তা রাসমেলা মাঠে
গাড়ির বকেয়া করের টাকা, সিএফ সার্টিফিকেট ও পারমিট পুনর্নবীকরণের করার জন্য ফাইন মকুব বিষয়ক নানাবিধ প্রচার ফ্লেক্স লাগানোর পাশাপাশি, বিভিন্ন গাড়ির সংগঠনগুলির সঙ্গে মিটিং করা, অডিও মাধ্যমে ৮টি ব্লকে প্রচার, স্টিকার মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি বকেয়া টাকা আদায়ে কল সেন্টার খুলে ফোন করা, এসএমএস পাঠানো এবং নোটিশ পাঠানো শুরু করেছে পরিবহণ দফতর। দক্ষিণ দিনাজপুর জেলার আরটিও সুজয় সাধু জানিয়েছেন, ৩১ জানুয়ারির মধ্যে করে নেয় তাহলে ফাইন একশো শতাংশ মকুব করে দেওয়া হবে এবং সিএফ সার্টিফিকেট ও পারমিট পুনর্নবীকরণ ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে করলে ৮০ শতাংশ ফাইন মকুব করা হবে।