প্রতিবেদন : ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরুর পরই ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছিল। মুইজ্জু সরকারের দাবি অনুসারে আদৌ ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে দেশের এতদিন নিশ্চুপ ছিল ভারতীয় নৌসেনা। বৃহস্পতিবার এ-বিষয়ে মুখ খুললেন ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। তিনি জানিয়েছেন, এ-বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এখনও।
আরও পড়ুন-ক্যানসার সারবে, অন্ধ বিশ্বাসে কনকনে ঠান্ডায় শিশুকে গঙ্গায় ডোবাল পরিবার!
চলতি মাসেই চিন সফর থেকে ফিরে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে সময়সীমা নির্দিষ্ট করে দেন। বলা হয়, ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরতে হবে। কিন্তু এই ব্যাপারে মোদি সরকার এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি বলেই ভারতীয় নৌসেনার তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল। এর পরিপ্রেক্ষিতে মালদ্বীপ সরকার কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।