প্রতিবেদন : রঞ্জিতে এবার তিন ম্যাচ খেলার পরও এখনও জয় অধরা বাংলার (Assam vs Bengal)। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মনোজ তিওয়ারির দল নতুন লড়াইয়ে নামছে। প্রতিপক্ষ অসম। বাংলা তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ‘বি’-তে বাংলা রয়েছে পাঁচ নম্বরে। অসম টেবলের নিচের দিকে মাত্র এক পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে। তারা তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে। তবে ঘরের মাঠে বাংলার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি অসম (Assam vs Bengal)। অধিনায়ক রিয়ান পরাগ দারুণ ফর্মে রয়েছেন। দু’টি সেঞ্চুরির পাশাপাশি একটি হাফ সেঞ্চুরি করেছেন। বাংলার বোলারদের বিরুদ্ধেও ঘরের মাঠে জ্বলে উঠতে চাইবেন রিয়ান।
আরও পড়ুন- রবিবার উত্তরে মুখ্যমন্ত্রী
বাংলা শিবির চলতি রঞ্জিতে প্রথম জয়ের লক্ষ্যে পাঁচ বোলারেই ফিরছে। ইডেনে আগের ম্যাচে এক স্পিনার কমিয়ে বাড়তি ব্যাটার খেলিয়েছিল দল। কিন্তু বর্ষাপাড়ার পাটা উইকেটেও তিন পেসার ও দুই স্পিনার কম্বিনেশনে নামছে বাংলা। বাদ পড়তে পারেন পেসার ঈশান পোড়েল। তাঁর জায়গায় অভিষেক হতে পারে ডান হাতি পেসার সুমন দাসের। স্পিন বিভাগে করণ লালের সঙ্গী হতে পারেন প্রদীপ্ত প্রামাণিক ও অঙ্কিত মিশ্রর মধ্যে একজন। অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার রানের মধ্যে। কিন্তু অধিনায়ক মনোজ, সুদীপ ঘরামিদের ব্যাটে রান চাইছে বঙ্গ টিম ম্যানেজমেন্ট।