সংবাদদাতা, হুগলি : এবার বাদাম চাষের দিশা দেখাচ্ছে কৃষি দফতর। হুগলি জেলার পুরশুড়ায় বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে বাদাম চাষ। আর তাতে লাভের মুখ দেখছেন কৃষকরা। এবার সেই কারণে কৃষকের আরও লাভবান করতে কৃষি দফতর এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এলাকার কৃষকদের হাতে বাদামের বীজ তুলে দেওয়া হল। কয়েকদিন আগেই প্রায় ৪০০ জন স্থানীয় কৃষকের হাতে বাদামের বীজ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের বিশেষ উদ্যোগ, পরীক্ষার্থীদের পাশে ‘অভিষেকের দূত’
দেখা গিয়েছে বাদাম চাষে ঝুঁকি কম এবং চাহিদা ব্যাপক। একই সঙ্গে বাজারে দামও ভাল পাওয়া যাচ্ছে। সে কারণেই এই চাষ করতে আগ্রহীও হচ্ছেন কৃষকরা। তাই এবার ওই এলাকায় বাদাম চাষে আরও জোর দেওয়া হল।
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষা শুরু হতে বাকি একসপ্তাহ, চালু হল পর্ষদের কন্ট্রোল রুম
পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জানিয়েছেন, মহকুমা মূলত কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় যেমন প্রত্যেকটি ফসল হয় তেমনি বাদাম চাষও হয়ে থাকে। এখানে বাদাম চাষ করে কৃষকরা ব্যাপক লাভবান হয়। তাই এদিন ওই পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য তাদের হাতে বাদাম বীজ তুলে দেওয়া হয়। এর ফলে এলাকার গরিব কৃষকরা অনেকটাই উপকৃত হবেন। সহ আধিকারিক আনন্দকুমার সাহা জানান, বাদাম একটি উচ্চফলনশীল ফসল। বাদাম চাষে তেমন সেচ ও পরিশ্রমের প্রয়োজন পড়ে না। এখানকার জমির মাটিগুলো চাষাবাদে বেশি উর্বর, যার ফলে এ বছর বাদামের ফলন ও ভাল হয়েছে। তাই এলাকার কৃষকদের কীভাবে চাষ করতে হবে এবং কীটনাশক কোন প্রক্রিয়াতে প্রয়োগ করবেন তা নিয়েও একটি আলোচনা করা হয় কৃষকদের সঙ্গে।