প্রতিবেদন : কংগ্রেসের অনমনীয় মনোভাবের কারণে আসন সমঝোতা নিয়ে জটিলতা অব্যাহত। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১১টি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শনিবার সপা প্রধান জানান, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই হলে উত্তরপ্রদেশে ১১টি আসন ছাড়া হবে তাঁদের তরফে। তবে এখনও পর্যন্ত এই সমীকরণে একেবারেই রাজি নয় কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অখিলেশ যাদবের (Akhilesh Yadav), কংগ্রেসের নয়। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ও আপনা দল(এস)-এর জোট এখানে ৮০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতেছিল, এসপি-বিএসপি জোট ১৫টি আসন জিতেছিল এবং কংগ্রেস শুধুমাত্র একটি আসন জিতেছিল। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল এই রাজ্যে তাঁরা ৫০টি আসনে লড়াই করতে চায়।
আরও পড়ুন- রোগীর পরিজনদের জরুরি প্রয়োজনে স্বাস্থ্য দফতরের উদ্যোগ, অ্যাম্বুল্যান্সে বাধ্যতামূলক প্যানিক বাটন
তবে এবার সপার সঙ্গে জোটের লড়াইয়ে আসন রফায় কংগ্রেস সন্তুষ্ট না হওয়ায় সপার তরফে জানানো হয়েছে, সপার তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র। যদি কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা দেওয়া হলে তা বিবেচনা করে আসন সংখ্যা বাড়াতে রাজি রয়েছে সমাজবাদী পার্টি।
উল্লেখযোগ্যভাবে, শুক্রবার অখিলেশ যাদব ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। এবং জানিয়েছেন, জোটসঙ্গীদের সঙ্গে কোনওরকম আলোচনা না করা ও জোটের কার্যকলাপে কংগ্রেসের অনীহা প্রকাশের জন্যই এই ফাটল তৈরি হয়েছে। এই পরিস্থিতির মাঝেই আসন রফা নিয়ে মতান্তর তৈরি হল সপা ও কংগ্রেসের মধ্যে।