সংবাদদাতা, কাঁথি : লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাসের ঘরের মতো ভাঙছে বিজেপি। আর উন্নয়নের স্লোগান দিয়ে শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত। গদ্দার অধিকারীর হম্বিতম্বিই সার। রাজ্যের দিকে দিকে বিজেপি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে, এমনকী তাঁর নিজের জেলাতেও। খেজুরি-১ ব্লকে ফের বিজেপিতে ধস নামল। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ১৭০ জন।
আরও পড়ুন-কোচবিহারে মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি
জেলা তৃণমূল পার্টি অফিসে এক সভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন যোগদানকারীরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানান কারামন্ত্রী অখিল গিরি। বললেন, একুশের বিধানসভা ভোটে বিজেপি খেজুরি জিতলেও, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে খেজুরির রাজনৈতিক রং বদলাতে শুরু করেছে। গত কয়েক মাসে দফায় দফায় খেজুরির পদ্মশিবির ছেড়ে নেতা-কর্মীরা জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন। সেই দলবদলের পালা এখনও চলছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, খেজুরিতে বিজেপির পায়ের তলা থেকে মাটি ততই সরছে। সভায় ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল, দলের কাঁথি সাংগঠনিক যুব তৃণমূল সভাপতি তথা কাঁথি পুরসভার ভাইস-চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ব্লক তৃণমূল সভাপতি আশিসকুমার দাস প্রমুখ।